বিসমিল্লাহির রহমানির রহীম।। গ্রামঃ মানব সমাজের আদি সংগঠন হচ্ছে গ্রাম। গ্রামকে কেন্দ্র করেই প্রাচীন বাংলার কৃষিনির্ভর সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে। গ্রাম বলতে বোঝায় জনবসতির সমষ্টি, যেখানে মানুষ স্থায়ীভাবে ঘরবাড়ি তৈরী করে কৃষিভিত্তিক জীবিকা নির্বাহ করে। গ্রামীণ সম্প্রদায়ঃ গ্রামের বসতিকে গ্রামীণ সম্প্রদায় বলা হয়। গ্রামীণ সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তা রয়েছে। ইহার রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য নিন্মের মতো হয়ে থাকেঃ • কৃষিঃ গ্রামীণ সম্প্রদায়ের সদস্যরা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকে কেন্দ্র করেই গ্রামগঞ্জের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। • সম্প্রদায়গত চেতনাঃ গ্রামীণ সম্প্রদায়ের সকল সদস্যদের মধ্যে এক সমষ্টিগত চেতনা পরিলক্ষিত হয়। গ্রামের প্রতিটি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে গভীর ঐক্যবোধ দেখা যায়। • যৌথ পরিবারঃ গ্রামীণ সম্প্রদায়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যৌথ পারিবারিক ব্যবস্থা। একান্নবর্তী যৌথ পারিবারিক ব্যবস্থা এখনো গ্রামে বিদ্যমান; যার কারণ হলো গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতি। • সরলতাঃ গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে সরলতা বহুলাংশে বিদ্যমান। ...
বিসমিল্লাহির রহমানির রহীম।। Noun : কোনো কিছুর নাম তথা সংস্থা, বস্তু, ব্যক্তি, স্থান - ইত্যাদির নাম বোঝায়। উদাহরণঃ Tajry, Ashraf, Sylhet, Cat, Chair, Iron, Poverty, Wisdom - ইত্যাদি। Noun চেনার উপায়ঃ (১) কিছু suffix, যা কোনো শব্দের শেষে বসলে তা Noun হয়। • tion - accommodation [প্রাঃ সহকারী শিক্ষক- '৯২] • sion - compulsion [ঢাবি '১০-১১] • hood - falsehood • ship - hardship • ness - happiness • ment - achievement [ 37th বিসিএস] • ce - assurance [সঃ তথ্য অফিসার '১৩] • cy - intimacy • ch - breach [কর্মসংস্থান বঃ ডাটা এঃ অফিসার '১১] • th - truth • or - selector • er - doer [চবি '১২-১৩] • ur - imprimatur [মেডিকেল '১০-১১] • ure - pleasure [প্রাঃ বিঃ প্রধান শিক্ষক '০৯] • ism - optimism • ist - misogynist • age - wastage [রাবি '০৯-১০] • dom - wisdom • y - beauty [35th বিসিএস] • ty - frailty [37th বিসিএস] • ity - brevity [জবি '১১-১২] • ry - mastery [35th বিসিএস] • e - awe • ee - payee • r - circular • tude - magnitude • ence...