Skip to main content

Noun এবং এর প্রকারভেদ চেনার উপায়সমূহ

বিসমিল্লাহির রহমানির রহীম।। 

Noun: কোনো কিছুর নাম তথা সংস্থা, বস্তু, ব্যক্তি, স্থান - ইত্যাদির নাম বোঝায়।

উদাহরণঃ Tajry, Ashraf, Sylhet, Cat, Chair, Iron, Poverty, Wisdom - ইত্যাদি।

Noun চেনার উপায়ঃ

(১) কিছু suffix, যা কোনো শব্দের শেষে বসলে তা Noun হয়।

• tion - accommodation [প্রাঃ সহকারী শিক্ষক- '৯২]
• sion - compulsion [ঢাবি '১০-১১]
• hood - falsehood
• ship - hardship
• ness - happiness
• ment - achievement [ 37th বিসিএস]
• ce - assurance [সঃ তথ্য অফিসার '১৩]
• cy - intimacy
• ch - breach [কর্মসংস্থান বঃ ডাটা এঃ অফিসার '১১]
• th - truth
• or - selector
• er - doer [চবি '১২-১৩]
• ur - imprimatur [মেডিকেল '১০-১১]
• ure - pleasure [প্রাঃ বিঃ প্রধান শিক্ষক '০৯]
• ism - optimism
• ist - misogynist
• age - wastage [রাবি '০৯-১০]
• dom - wisdom
• y - beauty [35th বিসিএস]
• ty - frailty [37th বিসিএস]
• ity - brevity [জবি '১১-১২]
• ry - mastery [35th বিসিএস]
• e - awe
• ee - payee
• r - circular
• tude - magnitude
• ence - transcendence [রাবি '০৯-১০]
• wood - hollywood
• red - hatred
• mony - parsimony
• ock - hillock
• ice - advice [রাবি '০৯-১০]
• let - booklet

(২) বাক্যের শুরুতে subject হিসেবে Noun বসে।

উদাঃ Birds fly in the sky.

এখানে, Birds = Noun

(৩) Verb এর Object হিসেবে Noun বসে।

উদাঃ She took a decision.

এখানে, took = Verb এবং decision = Noun.

(৪) Article, Adjective, Preposition, Possessive এবং Determiner এর পর একটি মাত্র শব্দ বসলে সেটি Noun হয়।

উদাঃ But me no buts.

এখানে, no = Determiner এবং Buts = Noun.

(৫) Article, Adjective, Preposition, Possessive এবং Determiner এর পর দু'টি শব্দ বসলে তার শেষেরটি Noun এবং তার পূর্বেরটি Adjective হয়।

উদাঃ This is a book of English language. [টেলিভিশন প্রঃ '০৪]

এখানে, of = Preposition; English = Adjective এবং language = Noun.

(৬) Article, Adjective, Preposition, Possessive এবং Determiner এর পর ৩টি শব্দ বসলে ১ম শব্দটি Adverb, ২য় টি Adjective এবং ৩য় টি Noun হবে।

উদাঃ She is a very good teacher.

এখানে, a = Article; very = Adverb; good = Adjective এবং teacher = Noun.


(৭) কিছু Verb এর শেষে al যুক্ত করলে Noun পাওয়া যায়। উদাঃ

• refuse - refusal
• deny - denial
• acquit - acquittal etc.

(৮) Verb এর শেষে t/te থাকলে, তার পরিবর্তে tion যোগ করলে Noun হয়। উদাঃ

• attribute - attribution
• cultivate - cultivation
• fascinate - fascination etc.

(৯) Verb এর শেষে fy থাকলে, তার পরিবর্তে 'fication' বসালে Noun হয়। উদাঃ

• amplify - amplification
• classify - classification
• electrify - electrification etc.

(১০) Verb এর শেষে de থাকলে তার পরিবর্তে sion বসালে Noun হয়। উদাঃ

• include - inclusion
• allude - allusion
• pretend - pretension etc.

(১১) Verb এর শেষে 'ume' থাকলে e বাদ দিয়ে 'ption' যোগ করলে Noun হয়। উদাঃ

• assume - assumption
• presume - presumption
• resume - resumption etc.

(১২) কিছু কিছু Verb এর শেষে ment যোগ করলে Noun হয়। উদাঃ

• agree - agreement
• better - betterment
• engage - engagement etc.

(১৩) কোনো কোনো Verb এর শেষে age যোগ করলে Noun হয়। উদাঃ

• leak - leakage
• carry - carriage
• stop - stoppage etc.

(১৪) কিছু কিছু Verb এর শেষে ance যোগ করলে Noun হয়। উদাঃ

• accept - acceptance
• enter - enterance
• rely - reliance etc.


★ Noun এর প্রকারভেদ


Noun কে সাধারণত ৫ ভাগে ভাগ করা যায়।


i) Proper Noun: কোনো কিছুর নাম বোঝায়।

উদাঃ New York, Imam, Ikbal, Wikipedia - ইত্যাদি।

চেনার উপায়ঃ ইহা Plural হয় না এবং এর আগে Article বসে না।

ii) Common Noun: একাধিক ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায়।

উদাঃ Boy, Girl, River, Country - ইত্যাদি।

চেনার উপায়ঃ এদের আগে article বসে এবং plural হয়।

iii) Collective Noun: কোনো কিছুর সমষ্টিকে বোঝায়।

উদাঃ school, committee, jury, class, library, herd, audience, army, pack, family, police, gang, cattle, team, group, flock, infantry, meeting, navy, party, crowd - ইত্যাদি।

চেনার উপায়ঃ সাধারণত singular হয়ে থাকে।

iv) Material Noun: যেসব Noun কে গণনা করা যায় না শুধু ওজন দ্বারা পরিমাপ করা যায় তা বোঝায়।

উদাঃ Water, Iron, Gold, Milk - ইত্যাদি।

চেনার উপায়ঃ Plural হবে না।

v) Abstract Noun: কোনো ব্যক্তি বা বস্তুর প্রকৃতি, অবস্থা বা গুণ যে Noun বোঝায়।

উদাঃ friendship, childhood, beauty, importance - ইত্যাদি।

চেনার উপায়ঃ এর আগে কখনোই article বসে না।


আবার,

গণনার ভিত্তিতে ২ প্রকার, Countable এবং Uncountable.


Uncountable Noun  = যে সকল Noun কে গণনা করা যায় না।

Uncountable Noun চেনার উপায়ঃ

i) সাধারণত ইহা singular হয়ে থাকে। উদাঃ

Inc: I need some furnitures.
Cor: I need some furniture.

ii) এদের পূর্বে Article বা সংখ্যাবাচক শব্দ বসে না। উদাঃ

Inc: The weather is fine.
Cor: Weather is fine.

iii) Uncountable Noun এর পূর্বে সাধারণত Little, A little, The little, Less, Much, Amount of - ইত্যাদি বসে থাকে। উদাঃ

I still have _ money. [38th বিসিএস]

Ans: a little


Countable Noun চেনার উপায়ঃ

১) ইহা সাধারণত Plural হয়। উদাঃ

There are a lot of dangerous drivers. [24th বিসিএস]

২) এর পূর্বে সাধারণত Few, A few, The few, Fewer, Many, Number of - ইত্যাদি বসে থাকে।

I have few friends. [শিক্ষক নিবন্ধন '১৪]


আলহামদুলিল্লাহ।। 
*cltd from books and questions. 


Comments

Popular posts from this blog

গ্রাম, গ্রামীণ সম্প্রদায় এবং প্রাচীন গ্রামের বৈশিষ্ট্য

বিসমিল্লাহির রহমানির রহীম।। গ্রামঃ  মানব সমাজের আদি সংগঠন হচ্ছে গ্রাম। গ্রামকে কেন্দ্র করেই প্রাচীন বাংলার কৃষিনির্ভর সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে। গ্রাম বলতে বোঝায় জনবসতির সমষ্টি, যেখানে মানুষ স্থায়ীভাবে ঘরবাড়ি তৈরী করে কৃষিভিত্তিক জীবিকা নির্বাহ করে। গ্রামীণ সম্প্রদায়ঃ   গ্রামের বসতিকে গ্রামীণ সম্প্রদায় বলা হয়। গ্রামীণ সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তা রয়েছে। ইহার রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য নিন্মের মতো হয়ে থাকেঃ • কৃষিঃ  গ্রামীণ সম্প্রদায়ের সদস্যরা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকে কেন্দ্র করেই গ্রামগঞ্জের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। • সম্প্রদায়গত চেতনাঃ  গ্রামীণ সম্প্রদায়ের সকল সদস্যদের মধ্যে এক সমষ্টিগত চেতনা পরিলক্ষিত হয়। গ্রামের প্রতিটি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে গভীর ঐক্যবোধ দেখা যায়। • যৌথ পরিবারঃ  গ্রামীণ সম্প্রদায়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যৌথ পারিবারিক ব্যবস্থা। একান্নবর্তী যৌথ পারিবারিক ব্যবস্থা এখনো গ্রামে বিদ্যমান; যার কারণ হলো গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতি। • সরলতাঃ  গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে সরলতা বহুলাংশে বিদ্যমান। ...